কলকাতা: নোনাডাঙায় অশান্তি আরও তীব্র চেহারা নিল। শনিবার সকালে বস্তি থেকে উচ্ছেদ হওয়া মানুষ পুলিশের সামনেই বিতর্কিত জমির টিনের ঘেরাটোপ ভাঙতে শুরু করে।
এ ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। নামানো হয় র্যাফ। প্রথমে পরিস্থিতি কিছুক্ষণের জন্য শান্ত হলেও, বেলা বাড়তেই ফের টিনের ঘেরাটোপে ভাঙচুর শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। ভাঙচুরের ঘটনায় ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
ক্ষুব্ধ বস্তিবাসীর অভিযোগ, বিতর্কিত জমি পুরোটাই টিন দিয়ে ঘিরে দেওয়ায় তারা চরম সমস্যায় পড়েছিলেন। পানীয় জল নিতে পারছিলেন না। সোজা পথে বাজারে যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে গিয়েছিল। সেই ক্ষোভ থেকেই আজ টিনের ঘেরাটোপ ভেঙে ফেলেন
তারা।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর