আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরায় প্রচণ্ড ঘূর্ণিঝড়ে অজ্ঞাতপরিচয় ২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১০০ গ্রামবাসী। এছাড়া সম্পূর্ণ লণ্ডভণ্ড হয়ে গেছে ২টি গ্রাম।
ঝড়ে ২ জন নিহত হওয়ার কথা স্বীকার করেছেন মহকুমা শাসক।
পরিস্থিতি সামাল দিতে গ্রাম ২টিতে আধাসামরিক বাহিনী মোতায়ন করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঘূর্ণিঝড় শুরু হয় বিশালগড় এলাকায়। এলাকাটি রাজধানী আগরতলা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে।
ঘূর্ণিঝড়ের দাপটে গুপিনগর, বাইদ্যারদিঘি নামে দুটি গ্রাম প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। ঝড়ে ঘরবাড়ি ও অসংখ্য গাছ ভেঙে পড়ে। ফলে সব রাস্তায় চলাচল বন্ধ হয়ে যায় ।
প্রাথমিকভাবে সকালের ঘূর্ণিঝড়ে প্রায় ১০০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
তবে, ঝড়ে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও সম্পূর্ণ জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১২
সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর