ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

হিলারির কলকাতা সফর: মহাকরণে এফবিআই

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, মে ২, ২০১২

কলকাতা: মার্কিন পররাষ্ট্র সচিব হিলারি ক্লিনটনের কলকাতা সফরের আগে নিরাপত্তা বন্দোবস্ত খতিয়ে দেখতে শহরে পৌঁছে গেল এফবিআইয়ের এক বিশেষ প্রতিনিধিদল।

মে দিবসের দিন দুপুরেই মহাকরণে যায় দলটি।

কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে  বৈঠক করবেন মার্কিন পররাষ্ট্র সচিব।

মঙ্গলবার দুপুর ১২টায় এফবিআইয়ের দলটি মহাকরণে পৌঁছে বৈঠক করে মুখ্যমন্ত্রীর সচিবালয়ের ওএসডি গৌতম সান্যাল এবং পূর্ত দফতরের সচিব অজিত বর্ধনের সঙ্গে৷ তার পর প্রবেশ ও প্রস্থানের পথগুলি সরেজমিনে খতিয়ে দেখে এক ঘণ্টা পরে মহাকরণ ছাড়েন ওই প্রতিনিধিদলের সদস্যরা।

আগামী ৭ মে বাংলাদেশ থেকে ভারতে আসছেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি। থাকবেন ৮ মে পর্যন্ত। সোমবারই মহাকরণে যান নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল ৷মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেন তিনি।

ক্লিন্টনের নিরাপত্তার বিষয়েই এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন পাওয়েল। পাশাপাশি হিলারির সঙ্গে আলোচনায় যেসব বিষয়বস্তু উঠে আসতে পারে, তা নিয়েও বৈঠক হয় দু’জনের মধ্যে।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই প্রথম যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কূটনীতিক তথা প্রশাসনিক কর্তার সঙ্গে বৈঠক করবেন মমতা।

বাংলাদেশ সময়: ০১০৪ ঘণ্টা, মে ০২, ২০১২
আরডি/ সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।