নয়াদিল্লি : ফের সংসদ সদস্যদের আক্রমণ করলেন ভারতের যোগগুরু বাবা রামদেব।
বুধবার নতুন বিতর্ক তৈরি করে তিনি বলেছেন, খুনি, লুঠেরা এবং অশিক্ষিতরা সংসদে বসে আছেন।
এদিকে, বাবা রামদেবের বিরুদ্ধে পাল্টা আক্রমণে দলমত নির্বিশেষে সংঘবদ্ধ অবস্থঅন নিয়েছেন সাংসদরা।
যোগগুরুকে পাল্টা আক্রমণ করে লালুপ্রসাদ যাদব বলেছেন, রামদেব মানসিকভাবে অসুস্থ। ওনারটা ‘মেন্টাল কেস।
এদিন রামদেবে এও বলেছেন, কিছু রাজনীতিক ভাল। কিন্তু অন্যরা দুর্নীতিগ্রস্ত। তাদের কোনও চরিত্রও নেই।
রামদেবের ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কংগ্রেস নেতা সত্যব্রত চুতুর্বেদী বলেছেন, আমাদের বাবা রামদেবের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই। জনগণ আমাদের নির্বাচিত করেছেন।
সমাজবাদী পার্টির মোহন সিংহ বলেছেন, রামদেব নিজেকে সাধু বলেন। কিন্তু কোনও সাধু কি এভাবে কথা বলেন? আমি ঈশ্বরের কাছে ওনাকে সাধুর মতো মন দেওয়ার জন্য প্রার্থনা করছি।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ০২ মে, ২০১২
আরডি/ সম্পাদনা : আহ্সান কবীর, আউটপুট এডিটর
ahsan@banglanews24.com