আগরতলা (ত্রিপুরা) : ত্রিপুরার বিচ্ছিন্নতাবাদী দুই সংগঠনের উপর নিষেধাজ্ঞার সময়সীমা বাড়াল কেন্দ্রীয় সরকার।
ভারতীয় সংবিধান অনুযায়ীই এই নিষিদ্ধ করন করা হয়েছে বলে স্বরাষ্ট্র দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন।
রাজ্যে বর্তমানে দুটি সন্ত্রাসবাদী সংগঠন রয়েছে। একটি ‘ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব তুইপ্রা’ (এনএলএফটি) এবং অন্যটি ‘অল ত্রিপুরা টাইগার ফোরস’ (এটিটিএফ)।
এ দুই সন্ত্রাসবাদী সংগঠনকে উপর আরও দু বছর করে নিষিদ্ধ করেছে ভারত সরকার।
যদিও রাজ্যে সন্ত্রাসবাদী তৎপরতা অনেক কমে গেছে। গত দু’বছরে সন্ত্রাসবাদীরা নতুন করে কোন বড় ধরনের আক্রমণ সংগঠিত করতে পারেনি। তাদের বহু ক্যাডার আত্মসমর্পণে বাধ্য হয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মারা গেছে বেশ কিছু জঙ্গি সদস্য। সব মিলিয়ে রাজ্যে সন্ত্রাসবাদী সংগঠনগুলো একেবারে দুর্বল অবস্থায় রয়েছে। তারপরও কোন ধরনের ঝুঁকি নিতে চাইছে না সরকার। তাদের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করার উপরই জোর দিচ্ছে নিরাপত্তাকর্মীরা।
স্বরাষ্ট্র দপ্তরের ওই আধিকারিক জানিয়েছেন, শেষ সন্ত্রাসবাদী সদস্যটি যত দিন থাকবে তত দিন আমরা সর্ব শক্তি নিয়ে লড়াই জারি রাখবো। এরই অংশ হিসেবে নিষিদ্ধ করণের সময় সীমা আরও দু’বছর বাড়ানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, মে ২, ২০১২
প্রতিনিধি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর