কলকাতা : বাংলাদেশে তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। রোববার দুপুর থেকেই শুরু হয়ে যাচ্ছে তার কলকাতা সফর।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপহারের দীর্ঘ তালিকাও প্রস্তুত৷ যার মধ্যে রয়েছে কাঁথাস্টিচ, বালুচরি, সিল্কের উত্তরীয় এবং ককশিটের তৈরি ময়ুরপঙ্খী নৌকা৷
হিলারির খাবারের মেনু অবশ্য ততোটা দীর্ঘ নয়৷ মার্কিন নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, কেবল চা-কফি ও কোকের বন্দোবস্ত করতে৷
তার জন্য শহরে এসে গিয়েছে লিমুজিন গাড়ি৷ মহাকরণে বসছে ৪টি ইমার্জেন্সি ইউপিএস৷ বসছে মোবাইল জ্যামার৷ তাছাড়া মহাকরণ চত্ত্বরে থাকছে চিকিৎসক, নার্সসহ একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স ও ২টি দমকলের গাড়ি৷ পিজিসহ দু’টি বেসরকারি হাসপাতালে কেবিনও বুক করে রাখা হয়েছে৷
রোববার দুপুর সাড়ে ১২টা নাগাদ ঢাকা থেকে মার্কিন বিমান বাহিনীর বোয়িং সি সেভেনটিন গ্লোবমাস্টার থ্রি বিমানে কলকাতা নেতাজী সুভাষ আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করবেন হিলারি৷ রানওয়ে থেকে বিমান যাবে ভিআইপি টারম্যাকে৷ সেখানে দাঁড়িয়ে থাকবে লিমুজিন গাড়ি৷
সেখান থেকে এসকর্ট করে হিলারিকে নিয়ে যাওয়া হবে সেরিমোনিয়াল লাউঞ্জে। কিছুটা বিশ্রাম করে হিলারি ভিভিআইপি গেট দিয়ে বেরিয়ে যাবেন হোটেলে৷
বিমানবন্দর সূত্রের খবর, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বিমান নামার আগের ও পরের তিন মিনিট বন্ধ থাকবে অন্যান্য সব বিমান ওঠানামা৷ হিলারির নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই কথা হয়েছে এফবিআই ও সিআইএসএফের৷ তবে বিমানবন্দরের ভেতরে হিলারির নিরাপত্তার দায়িত্ব পুরোপুরি সিআইএসএফের।
হিলারির কলকাতার সফরসূচি
রোববার দুপুর সাড়ে ১২টায় হিলারি ক্লিনটনকে নিয়ে কলকাতা বিমানবন্দরের মাটি ছোঁবে বোয়িং সি-১৭ গ্লোবমাস্টার ৩ বিমানটি৷ সেখান থেকে গন্তব্য হোটেল৷
দুপর ১টা ১৫ মিনিটে বিমানবন্দর থেকে শহরের একটি পাঁচতারা হোটেলে গিয়ে উঠবেন হিলারি৷ রোববারও বেশ কিছু কর্মসূচি রয়েছে তার৷ এর মধ্যে দুপুর ৩টা ১৫ মিনিটে হোটেল থেকে বেরিয়ে হিলারি রওনা দেবেন আইসিসিআরের উদ্দেশ্যে। দুপুর সাড়ে ৩টায়
আইসিসিআরে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি৷
বিকেল ৫টায় আইসিসিআর থেকে হিলারির গন্তব্য ভিক্টোরিয়া মেমোরিয়াল৷ সেখান থেকে হোটেলে ফিরবেন তিনি৷
সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে হোটেল থেকে বেরিয়ে মহাকরণের উদ্দেশ্যে রওনা দেবেন হিলারি৷ সকাল ১১টায়
মহাকরণে গিয়ে পৌঁছাবেন তিনি। সেখানেই মুখ্যমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হবে৷ বৈঠক শেষে মহাকরণ থেকেই সোজা দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশ সময় : ০৫৩০ ঘণ্টা, মে ০৬, ২০১২
আরডি
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর