ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

চলে গেলেন রাজ্যের সাবেকমন্ত্রী নন্দগোপাল ভট্টাচার্য

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৪, মে ৬, ২০১২
চলে গেলেন রাজ্যের সাবেকমন্ত্রী নন্দগোপাল ভট্টাচার্য

কলকাতা: প্রয়াত হলেন রাজ্যের সাবেক মন্ত্রী ও প্রবীণ সিপিআই নেতা নন্দগোপাল ভট্টাচার্য। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭।

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। রোববার সকালে কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বামফ্রন্ট সরকারের আমলে জলসম্পদ উন্নয়নমন্ত্রী ছিলেন নন্দগোপাল ভট্টাচার্য। দলীয় সূত্রের খবর, এদিন তার মরদেহ রাখা হবে পিস হেভেনে। সোমবার তার দেহ প্রথমে বিরাটির বাসভবনে নিয়ে যাওয়া হবে। পরে সেখান থেকে আনা হবে দলীয় কার্যালয়ে।

প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত থাকবে তার দেহ। পরে এদিনই কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।

এদিকে, প্রবীণ এই নেতার মৃত্যুতে বাম রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, বামফ্রন্টকে সংগঠিত করতে নন্দগোপাল ভট্টাচার্যের ভূমিকা ছিল অনস্বীকার্য।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মে ০৬, ২০১২
আরডি/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর; আহ্সান কবীর, আউটপুট এডিটর
ahsan@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।