আগরতলা (ত্রিপুরা) : গত দু’সপ্তাহে ত্রিপুরায় ঝড়-বৃষ্টি এবং বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা।
রোববার রাজস্ব দফতরের এক আধিকারিক জানিয়েছেন এ তথ্য।
আধিকারিক জানান, সব চেয়ে বেশি ক্ষতি হয়েছে ঘর-বাড়ির। প্রায় ১ হাজারের মতো ঘর বাড়ি ভেঙে পড়েছে গত ১৫ দিনে। এখানেই ক্ষয় ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি।
এর পরই ক্ষয় ক্ষতির তালিকায় রয়েছে বিদ্যুৎ এবং টেলি যোগাযোগ ব্যবস্থা। অনেক জায়গায় এখনো বিদ্যুৎ এবং টেলি ব্যবস্থা এখনো মেরামত করা যায়নি।
কৃষির তেমন একটা ক্ষতি হয়নি বলে জানান রাজস্ব দপ্তরের আধিকারিক। তবে যাদের আম বাগান ছিল তারা প্রায় সবাই সর্বশান্ত।
যে ১৪ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে ১২ জন মারা গেছেন বজ্রপাতে। দু’জন মারা গেছেন ঝড়ে গাছ পড়ে। এদের প্রত্যেকটি পরিবারকে সরকার সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছে।
বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, মে ০৬, ২০১২
তন্ময় চক্রবর্তী
সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর