কলকাতা: মঙ্গলবার পঁচিশে বৈশাখ। কবিগুরুর জন্মজয়ন্তীর সার্ধশততম বর্ষের সমাপ্তি অনুষ্ঠানে সকাল থেকেই রবীন্দ্রানুরাগীদের ভিড় জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে।
প্রথা ভেঙে এবার সকাল ছয়টার পরিবর্তে দুপুর দুইটা থেকে রবীন্দ্র সদনে অনুষ্ঠান করবে রাজ্য সরকার। শুধু সময় নয়, বদলে গেছে অনুষ্ঠানস্থলও। রবীন্দ্র সদন চত্বরের বাইরে রাস্তায় বাঁধা হয়েছে মঞ্চ। বন্ধ রাখা হয়েছে যান চলাচল।
তবে পঁচিশে বৈশাখের ভোরে রবীন্দ্র জয়ন্তী উদযাপনের চিরাচরিত প্রথা থেকে সরকার সরে আসায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। সময় পরিবর্তনের খবর না পেয়ে তারা এদিন সকালে রবীন্দ্র সদনে এসে দেখেন, বন্ধ রয়েছে গেট। দুপুর দুইটায় অনুষ্ঠান শুরু হবে জেনে অনেকেই বলছেন, বাড়ি ফিরে যাওয়া ছাড়া গতি নেই।
অন্যদিকে, এদিন সকালে রবীন্দ্রনাথের ছবি, ট্যাবলোসহ মিছিল করে রবীন্দ্র সদন চত্বরে পৌঁছান সিপিএমের সংগঠন এসএফআই, ডিওয়াইএফআইর কর্মীরা। কিন্তু গেট বন্ধ থাকায় তারা ভেতরে ঢুকতে পারেনি।
রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মালা দেওয়ার কথা বলা হলেও অনুমতি মেলেনি। প্রতিবাদে রবীন্দ্র সদনের গেটের সামনে বিক্ষোভ দেখান এসএফআই, ডিওয়াইএফআই কর্মী-সমর্থকরা।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মে ০৮, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর