ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

চিদাম্বরমের সঙ্গে বৈঠক ইতিবাচক: দীপু মনি

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৫, মে ৮, ২০১২
চিদাম্বরমের সঙ্গে বৈঠক ইতিবাচক: দীপু মনি

নয়াদিল্লি: ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাতের আগেই এই বৈঠক হলো।



মঙ্গলবার এই বৈঠকে তিস্তা, ছিটমহল, সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশ সমস্যাসহ বিভিন্ন বিষয়ে দুইজনের কথা হয়।

বৈঠক শেষে দীপু মনি বলেন, ‘আলোচনা খুবই ইতিবাচক হয়েছে। বিশেষ করে বাণিজ্যের সুবিধার জন্য সীমান্তে ট্রানজিট পয়েন্ট খোলার মতো বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এছাড়া ভারত-বাংলা সীমান্তে বিএসএফ ও বিডিআর-এর মধ্যে সংঘর্ষের দিকটিও আলোচিত হয়েছে। ’

বাংলাদেশের পররাষ্টমন্ত্রী বলেন, সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সম্পর্কের উন্নতির বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ’ আগামী দিনে দুই প্রতিবেশী রাষ্ট্রের বন্ধুত্বপুর্ণ সম্পর্ক আরও মজবুত হবে বলেই আশা প্রকাশ করেন দীপু মনি ।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, মে ০৮,২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।