ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

৩০ বছর পর পাকিস্তানের জেল থেকে মুক্তি পাচ্ছেন সুরজিৎ

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, মে ৯, ২০১২

নয়াদিল্লি : দীর্ঘ ৩০ বছর কারাবাস করার পর পাকিস্তানের জেল থেকে এক ভারতীয় মুক্তি পেতে চলেছেন। তার নাম সুরজিৎ সিংহ।

গুপ্তচর বৃত্তির দায়ে তাকে পাকিস্তান সরকার গ্রেফতার করেছিল। আগামী তিন মাসের মধ্যে সুরজিত সিংহ মুক্তি পাবেন বলে মনে করছেন তার আইনজীবী।

জানা গেছে, মঙ্গলবারই পাঞ্জাব সরকার সুরজিত সিংহের সাজার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, বলে লাহোর হাইকোর্টকে জানায়। সে অনুসারে মুক্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এদিন সুরজিত সিংহের পাকিস্তানি আইনজীবী আওয়েশ শেখ সংবাদ মাধ্যমকে এ খবর দেন।

উল্লেখ্য, ওই ঘটনায় অপর ফাঁসির সাজাপ্রাপ্ত ভারতীয় আসামি সরাবজিৎ সিংহের আইনজীবী আওয়েশ শেখ জানান, ‘ভারতে সুরজিতের পরিবারের সঙ্গে আমার সাক্ষাৎ হয়। সেখানেই বিষয়টি প্রথম জানতে পারি। তখনই জানতে পারি, কোট লোকপাত জেলে বন্দী রয়েছেন সুরজিৎ। ’

জানা গেছে, জিয়া-উল-হকের শাসনামলে ভারত-পাকিস্তান সীমান্তে গুপ্তচর ভিত্তির অভিযোগে ধরা পড়েন সুরজিৎ সিংহ। প্রথমে তার ফাঁসির হুকুম হয়। পরে পাকিস্তানি প্রেসিডেন্ট ইসহাক খানের শাসনামলে মৃত্যুদণ্ড রদ হয়ে কারাবাস হয়।

বাংলাদেশ সময় : ১২২০ ঘণ্টা, মে ০৯, ২০১২
আরডি
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।