আগরতলা (ত্রিপুরা) : শেষ পর্যন্ত প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। নলছড় উপনির্বাচনে কংগ্রেসের হাত চিহ্ন প্রতীকে এবার লড়বেন দ্বিজেন্দ্রলাল মজুমদার।
এআইসিসি তার নাম অনুমোদন করার পর প্রদেশ কংগ্রেসের মিডিয়া ডিপার্টমেন্ট রাজ্যে প্রার্থীর নাম ঘোষণা করে।
প্রায় এক সপ্তাহ আগেই নলছড় কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট। তপশীলী জাতি সংরক্ষিত এই আসনে বামফ্রন্টের হয়ে লড়বেন সিপিএম প্রার্থী তপন দাস। গত এক সপ্তাহ ধরে বাম প্রার্থী চষে বেড়াচ্ছেন গোটা নির্বাচনী এলাকা। আর এ দিকে প্রার্থী ঘোষণা না হওয়াতে কংগ্রেস এখনো প্রচার শুরু করতে পারে নি।
আগামী ১২ জুন নলছড় বিধান সভা কেন্দ্রের উপনির্বাচন। সিপিএমের বিধায়ক সুকুমার বর্মণের মৃত্যুতে খালি হয় এই আসনটি। ১৫ জুন হবে উপনির্বাচনের ভোট গণনা।
গত ১০ মার্চ মারা যান বিধায়ক তথা সিপিএমের রাজ্য কমিটির সদস্য সুকুমার বর্মণ।
১২ জুন ত্রিপুরার একটি আসনের সঙ্গে সারা দেশের মোট ২৬ টি বিধানসভা কেন্দ্রে এবং একটি লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে।
কংগ্রেস প্রার্থী দ্বিজেন্দ্রলাল মজুমদার নলছড় এলাকায় কংগ্রেস সভাপতি। এলাকায় তার যথেষ্ট পরিচিতি এবং প্রভাব রয়েছে।
এদিকে, ২০১৩ সালের বিধান সভা নির্বাচনের আগে রাজ্যের প্রধান দুটি রাজনৈতিক দল কংগ্রেস এবং সিপিএম এই উপনির্বাচনকে দেখছে এসিড টেস্টের মতো।
নলছড়ের যে আসনটিতে উপনির্বাচন হবে সেটি সিপিএমের ‘গড়’ বলে পরিচিত। ১৯৭৭ সাল থেকে এই আসনে কোন দিন হারে নি সিপিএম। যদিও উপনির্বাচনকে হালকাভাবে নিচ্ছে না তারা। প্রার্থীর নাম ঘোষণার মধ্য দিয়েই কংগ্রেসও নেমে পড়ল প্রচারে এবং ভোট যুদ্ধে।
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, মে ৯, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর