কলকাতা : ঝাড়খন্ড রাজ্যের রাজধানী রাঁচির বিরসা মুন্ডা বিমানবন্দরে বুধবার দুপুরে ওড়ার সময় ভেঙে পড়ল মুখ্যমন্ত্রী অর্জুন মুণ্ডার হেলিকপ্টার।
সেই সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন তার স্ত্রী মীরা মুণ্ডা ।
হাসপাতাল সূত্রের খবর, সস্ত্রীক মুখ্যমন্ত্রী বিপদমুক্ত রয়েছেন। তবে পাইলটের অবস্থা গুরুতর।
ঝাড়খন্ড পুলিশের ডিজিজি এস রথ জানান, এদিন দুপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় রাচি বিমানবন্দর থেকে অর্জুন মুণ্ডার হেলিকপ্টারটি ছাড়ে। ওড়ার সঙ্গে সঙ্গেই দুপুর সাড়ে বারোটা নাগাদ যান্ত্রিক গোলযোগ দেখা দেয় কপ্টারটিতে।
তিনি বলেন,সেই সময় মাটি থেকে কপ্টারটি ৩০ ফুট উঁচুতে ছিল। পাইলট কোন রকমে চপারটি বিমানবন্দরে নামানোর চেষ্টা করলেও শেষ মুহূর্তে মুখ থুবড়ে পড়ে সেটি। তবে, সৌভাগ্য ভেঙ্গে পড়ার পর হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়নি। ফলে বড় ধরনণর দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
ঘটনার পরই সস্ত্রীক মুখ্যমন্ত্রীকে রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অর্জুন মুণ্ডা ছাড়াও আরও ৪জন আহত হয়েছেন। দুর্ঘটনার পরই গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে।
বাংলাদেশ সময় : ১৬৩৭ ঘণ্টা, মে ০৯, ২০১২
আরডি,
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর