কলকাতা : বর্ধমান জেলার আসানসোল শহরে খুন হলেন সিপিএমের নেতা অর্পণ মুখার্জি। বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণ করতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসানসোলের বার্নপুর স্টেডিয়ামের কাছে ঘটনাটি ঘটে। সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে চার-পাঁচটি গুলি ছোড়ে। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
তিনি সিপিএমের প্রাক্তন বিধায়ক বামদেব মুখার্জির ছেলে। সিপিএমের অভিযোগের তীর তৃণমূলের দিকে। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।
এ ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়েছে। আগামী ৩ জুন দুর্গাপুর পৌরসভার নির্বাচন। তৃণমূল এলাকায় সন্ত্রাস ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বাম ও কংগ্রেসের নেতারা।
দীর্ঘদিন ধরে দুর্গাপুর সিপিএমের শক্ত ঘাঁটি। এলাকা দখল করতে তৃণমূল এধরণের কাজ করছে বলে সিপিএমের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২২ মার্চ এ জেলারই দেওয়ানদিঘিতে প্রকাশ্য দিবালোকে সিপিএমের বিধায়ক প্রদীপ তা এবং কমল গায়েন খুন হন।
বাংলাদেশ সময় : ১২১৫ ঘণ্টা, মে ১০, ২০১২
আরডি/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর