ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

আবর্জনায় ঢেকে যাচ্ছে আগরতলা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৪, মে ১০, ২০১২

আগরতলা (ত্রিপুরা): ময়লা আবর্জনায় ঢেকে যাচ্ছে আগরতলার রাস্তাঘাট। গত পাঁচ দিন ধরে রাজধানীর জঞ্জাল পরিষ্কার প্রক্রিয়া থমকে আছে।

দুর্গন্ধে ভাসছে রাজধানীর বিভিন্ন রাস্তা।

রাজধানীর সমস্ত জঞ্জাল ফেলা হতো হাপানিয়ার ডাম্পিং স্টেশনে। ওই ডাম্পিং স্টেশনটি ময়লায় ভরে গেছে। এর আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে নাগীছড়া এবং দেবেন্দ্র নগরে দুটি জায়গা দেখা হয় ডাম্পিং স্টেশন করার জন্য। কিন্তু কোনোটির জন্যই কেন্দ্রীয় সরকার কোনো অনুদান দেয়নি। ফলে আটকে যায় নাগীছড়ায় এবং দেবেন্দ্র নগরে দুটি আধুনিক এবং বিজ্ঞান সম্মত ডাম্পিং স্টেশন করার কাজ।

রাজ্য সরকার এবং আগরতলা পুরপরিষদ নিজেদের উদ্যোগে ওই দুটি এলাকাকে কিছুটা ঠিক ঠাক করে জঞ্জাল ফেলছিল।

দুটি এলাকাই শহর থেকে দূরে। কিন্তু কয়েক দিন যাবত ওই দুটি এলাকার লোকজন সেখানে জঞ্জাল ফেলতে দিচ্ছে না। তাদের বক্তব্য, সেখানে পরিবেশ দূষণ হচ্ছে এভাবে জঞ্জাল ফেলায়।

এলাকাবাসীর বাধার মুখে সেখানে জঞ্জাল ফেলা যাচ্ছে না। পুর এলাকার সাফাই কর্মীরা যারা জঞ্জাল বোঝাই গাড়ি নিয়ে গিয়েছিল, সেখানে তাদেরও আক্রমণ করেন এলাকাবাসী। ভাঙচুর চালানো হয় তাদের গাড়িতে।

পুর কর্মীরাও এখন কয়েক দিন শহরের জঞ্জাল সাফাই করছেন না। যার কারণে শহরের রাস্তায় রাস্তায় জমে আছে জঞ্জালের স্তুপ।

নগর উন্নয়ন মন্ত্রী মানিক দে, জানিয়েছেন গোটা সমস্যা সমাধানের পথ খোঁজা হচ্ছে। এলাকাবাসীর সাথেও কথা হচ্ছে। তিনি আশাবাদী আজকের মধ্যে সমাধানের পথ মিলবে।

তিনি অবশ্য অভিযোগ করেন, এলাকার মানুষকে বিভ্রান্ত করে এই সমস্যা সৃষ্টি করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মে ১০, ২০১২
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।