নয়াদিল্লি: ভারতে সংসদ অধিবেশন চলার সময় রাজ্যসভায় হঠাৎই গ্যাসের কটু গন্ধ ৷ আর তারই জেরে মিনিট ১৫ স্থগিত করে দেওয়া হয় রাজ্যসভার বৃহস্পতিবারের অধিবেশন৷
এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ হঠাৎই গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে রাজ্যসভায়৷ এ ঘটনায় ছড়িয়ে পড়ে আতঙ্ক ৷ ১৫ মিনিট পরে অধিবেশন চালু হলেও তখনও কক্ষ জুড়ে গ্যাসের কটু গন্ধ ছেয়ে থাকায় ফের অধিবেশন মুলতবি করা হয়।
দুই দফায় প্রায় আধ ঘণ্টা বন্ধ থাকে রাজ্যসভার অধিবেশন ৷ অবশেষ বেলা ১২টা নাগাদ ফের শুরু হয় রাজ্যসভার অধিবেশন ৷
প্রাথমিকভাবে অনুমান, বাতানুকুল যন্ত্র থেকেই কোনভাবে ছড়িয়েছে গ্যাস ৷ সংসদে গ্যাস লিকের প্রকৃত কারণ খুঁজে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, মে ১০, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর।