আগরতলা (ত্রিপুরা) : ত্রিপুরায় যুব ও কিশোরদের নিয়ে শাখা খুলবে রেডক্রস। রেডক্রস সোসাইটির রাজ্য শাখার সভাপতি রাজ্যপাল ডি ওয়াই পাতিল এ ঘোষণা দেন।
রাজ্যপাল বলেন, ত্রিপুরায় আন্তর্জাতিক এই সেবা সংস্থাটি সাফল্যের সঙ্গে কাজ করছে। অনেক মানুষ যুক্ত হচ্ছেন এর কাজের সঙ্গে।
তিনি বলেন, রেডক্রসের সঙ্গে যুব ও কিশোরদেরও যুক্ত করা হবে। তাদের নিয়ে রাজ্যে আলাদা শাখা খোলা হবে। রেডক্রসের আধীনেই কাজ করবে যুব ও কিশোরদের এই শাখা দু’টি।
রাজ্যপাল জানান, এই দুটি শাখা খোলা হলে রাজ্যে সংস্থার শক্তি যেমন বৃদ্ধি পাবে, তেমনি ছাত্র-যুবকরা দেশ সেবার কাজে, আর্তমানবতার কাজে যুক্ত হবার মতো বড় সুযোগ পাবে। যার মধ্য দিয়ে তাদের মধ্য দিয়ে তাদের মধ্যে মানবিক গুণের বিকাশ ঘটবে।
বাংলাদেশ সময় : ১৯২৯ ঘণ্টা, মে ১০, ২০১২
তন্ময় চক্রবর্তী / সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর