ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ইরান থেকে তেল আমদানি: মার্কিন চাপ অস্বীকার ভারতের

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, মে ১১, ২০১২

নয়াদিল্লি: ইরান থেকে জ্বালানি তেল আমদানি বন্ধে যুক্তরাষ্ট্রের চাপের কথা অস্বীকার করল নয়াদিল্লি।

বৃহস্পতিবার লোকসভায় একথা জানালেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী এস জয়পাল রেড্ডি।

তিনি জানান, অন্য কোনো দেশ নয়, এবিষয়ে জাতিসংঘের নির্দেশিকা মেনে চলবে ভারত।

সম্প্রতি ভারত সফরে এসে নয়াদিল্লিকে ইরান থেকে তেল আমদানি কমানোর পরামর্শ দিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটন।

তারপর থেকেই মিত্ররাষ্ট্র ইরানের সঙ্গে ভারতের সম্পর্কের সমীকরণ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল দেশে ও বিদেশে। এদিন জয়পাল রেড্ডি এই ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট করার পর সেই জল্পনার অবসান হল।

ভারত সফরে হিলারি ক্লিনটনের তরফে ইরান থেকে তেল আমদানি বন্ধ করতে কোনো চাপ দেওয়া হয়নি বলে উল্লেখ করে এদিন জয়পাল রেড্ডি বলেন, ‘এবিষয়ে যে কেনও সিদ্ধান্ত নিতে ভারত সম্পূর্ণ ভাবে স্বাধীন। এবিষয়ে অন্য কোনও দেশের মতামতকে গুরুত্ব দেবে না সরকার। ’

ইরান থেকে তেল আমদানির বিষয়ে ভারত তার সার্বভৌমত্বের সঙ্গে কোনও আপস করবে না বলে সাংসদদের নিশ্চিত করেন মন্ত্রী।

পাশাপাশি তিনি এ-ও জানান, কত তেল আমদানি হবে, তা ঠিক করবে তেল কোম্পানিগুলিই।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, মে ১১, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।