ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

গঙ্গায় নৌকাডুবিতে মৃত্যু ১, নিখোঁজ ৬

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, মে ১২, ২০১২

কলকাতা : পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোন্নগরের বারোমন্দির ঘাটের কাছে গঙ্গায় যাত্রীবোঝাই নৌকা ডুবিতে ১ জন মারা গিয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টায় এ নৌকাডুবি ঘটে।

এ ঘটনায় শনিবার সকাল পর্যন্ত ১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ৬ জন নিখোঁজ রয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে।

স্থানীয়রা জানান,  উত্তর ২৪ পরগনার সুখচরের ১৮ জন তীর্থযাত্রী নৌকায় চেপে শকুন্তলা কালীবাড়িতে পুজো দিতে আসছিলেন। বারোমন্দির ঘাটের কাছে নৌকায় জল উঠতে শুরু করলে প্রাণভয়ে অনেকেই গঙ্গায় ঝাঁপ দেন।

তাদের চিৎকারে স্থানীয়রা উদ্ধারে নামেন। পরে পুলিশও উদ্ধারকাজে সামিল হয়। ১১ জনকে উদ্ধার করা হয়। শনিবার সকালে খড়দার শ্যামমন্দির ঘাট থেকে পম্পা মণ্ডলের লাশ উদ্ধার করা হয়। এছাড়া এখন পর্যন্ত আরো ৬ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।  

নিখোঁজরা সকলেই খড়দহের বাসিন্দা বলে জানা গেছে। উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে কয়েকজনকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময় : ১৩৪৪ ঘণ্টা, মে ১২, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর,
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
Kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।