আগরতলা (ত্রিপুরা): ২০১৩ সালে যে কোনো মূল্যে ত্রিপুরায় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি সুদীপ রায় বর্মণ।
সাংবাদিকদের সঙ্গে শুক্রবার কথা বলতে গিয়েই একথা জানান রাজ্য কংগ্রেসের এই নতুন সভাপতি।
সভাপতি হওয়ার পর বলা চলে এটাই তার প্রথম রাজনৈতিক বক্তব্য। এপ্রিলে ত্রিপুরা কংগ্রেসের সভাপতি পদে বসেছেন রাজ্য কংগ্রেসের এই তরুণ নেতা।
রাজ্য কংগ্রেসের কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এখন থেকেই নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়তে নির্দেশও দিয়েছেন তিনি।
তিনি বলেছেন, ২০১৩ সালে ত্রিপুরা থেকে সিপিএমের উচ্ছেদ দেখতে চান কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। দেশের মধ্যে শেষ লাল দূর্গ ভেঙে ফেলার আহ্বান জানিয়ে সুদীপ রায় বর্মণ বলেন, যে কোনোভাবেই ২০১৩ সাল কংগ্রেসকে ক্ষমতায় আনতে হবে এ রাজ্যে।
অবশ্য যে কোনো মূল্যে ক্ষমতায় আসার কথা বললেও, শেষ পর্যন্ত তিনি শান্তিপূর্ণ আন্দোলনের কথাও বলেছেন।
তিনি জানিয়েছেন, এবার আগে থেকেই কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা করা হবে। এর জন্য প্রাথমিক কাজও শুরু হয়েছে বলে জানান তিনি।
সিপিএম নেতারা অবশ্য সুদীপ রায় বর্মণের যে কোনো মুল্যে ক্ষমতায় আসার ঘোষণাকে ভালো চোখে দেখছে না। রাজনৈতিক হিংস্রতার গন্ধই পাচ্ছে তারা।
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, মে ১২, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর