ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মেঘালয় সীমান্তে বাংলাদেশি আটক

মনজুর আহমেদ বড়ভূঁইয়া, আসাম সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, মে ১৩, ২০১২

ঢাকা: ভ্রমণ সংক্রান্ত বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের দায়ে শনিবার মেঘালয় সীমান্তে রাসেল খান নামে এক বাংলাদেশিকে আটক করেছেন ভারতীয় সীমান্ত রক্ষাবাহিনী (বিএসএফ)।

রাসেল খানের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলায়।

তিনি ভারতের নকল পাসপোর্ট বহন করছিলেন।

শনিবার বিএসএফ সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

বিএসএফের কাছে জিজ্ঞাসাবাদে রাসেল খান জানিয়েছে, এর আগে বাংলাদেশি পাসপোর্টে যুক্তরাষ্ট্র যাওয়ার পর ১৯৯৮ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি সেখানে কারাগারে ছিলেন।

দেশে ফিরে আবার বিদেশ যাওয়ার চেষ্টা চালাতে গিয়ে তিনি ভারতের নকল পাসপোর্ট জোগাড় করেন।

রাসেল খান বিএসএফকে আরও জানিয়েছেন, মুম্বাই থেকে তার সৌদি আরব যাওয়ার কথা ছিল।

রাসেল খানকে শনিবার সন্ধ্যায় ইস্ট খাসি হিলস জেলা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, মে ১৩, ২০১২
একেআর  / সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।