আগরতলা (ত্রিপুরা): বাংলাদেশের শিল্পীদের ৩০ জনের একটি দল যাচ্ছে ত্রিপুরায়।
ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে রবীন্দ্র জন্মজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছে তারা।
ঢাকার বেঙ্গল ফাউন্ডেশন, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এবং রাজ্যের চিত্রশিল্পীদের সংস্থা কিরাতের যৌথ প্রচেষ্টায় ৩ দিনের বিশেষ সাংস্কৃতিক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠান চলবে ১৫-১৭ তারিখ পর্যন্ত। এতে থাকছে চিত্র প্রদর্শনী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্র নৃত্য ও আলোচনা সভা। অনুষ্ঠানটি হবে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামসহ আরও দুটি জায়গায়।
বিশ্ববিদ্যালয়ের সিটি সেন্টারে বাংলাদেশের চিত্র শিল্পীদের শিল্প নিয়ে একটি প্রদর্শনীও থাকছে।
এ ধরনের অনুষ্ঠান এবারই প্রথম। বাংলাদেশের বিশিষ্ট চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরফিন সিদ্দিকসহ ৩০ জন শিল্পী এ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। থাকবেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের আচার্য অধ্যাপক অমিয় কুমার বাগচি।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, মে ১৪, ২০১২
এজে