ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আর্থিক সংকটেও সাফল্য দাবি মমতার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, মে ১৬, ২০১২
আর্থিক সংকটেও সাফল্য দাবি মমতার

কলকাতা : তৃণমূল সরকারের বর্ষপূর্তিতে ফের কেন্দ্রীয় ঋণ মওকুফের দাবিতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ৷ একই সঙ্গে আর্থিক সংকটেও রাজ্যের উন্নয়নে সাফল্যের দাবি করেন তিনি ৷
 
মঙ্গলবার কলকাতার আনন্দপুরে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এ দাবি করেন।

২০ মে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রথম বর্ষপূর্তি ৷ বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার সাধারণ মানুষের কাছে কার্যত তার সরকারের এক বছরের কাজের হিসেব নিকেশ পেশ করেন মুখ্যমন্ত্রী ৷ পাশাপাশি ব্যাখ্যা করলেন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে তার সরকারকে কাজ করতে হচ্ছে ৷

মুখ্যমন্ত্রী কেন্দ্রের উদ্দেশে বলেন, ঋণের টাকা ৩ বছর দিতে পারবেন না ৷
নতুন সরকার এলে, এমনিতেই প্রথম ছ’মাস কাজ করতে পারে না ৷ তার উপর নানা রকম অসহযোগিতা ৷ টাকা নেই ৷ ফাইল উধাও ৷ হাজারো অসুবিধার মধ্যেও এক বছরে, কর্মসংস্থান থেকে সংখ্যালঘু উন্নয়ন, একশ দিনের কাজ থেকে, পাহাড়-জঙ্গলে শান্তি, বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় সাফল্য পেয়েছে সরকার৷

এদিন ফের কেন্দ্রের কাছে ঋণ মওকুফের দাবিতে সরব হন মুখ্যমন্ত্রী ৷ কেন্দ্রের উদ্দেশে মুখ্যমন্ত্রীর সাফ কথা, তিন বছর দেনার টাকা দিতে পারবেন না ৷ দেনার টাকা দিলে কাজ করবেন কীভাবে?

এদিন সবুজ ও পরিবেশ রক্ষায় কড়া প্রশাসকের বার্তা দেন তিনি।

তার স্পষ্ট হুঁশিয়ারি, কোনোভাবেই জলাশয় ভরাট করে প্রোমোটিং করা যাবে না । এ ব্যাপারে নজরদারি করার জন্যও দলীয় নেতাদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ৷

বাংলাদেশ সময় : ০৯৩২ ঘণ্টা, মে ১৬, ২০১২
আরডি/
সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।