আগরতলা: আগরতলার আনন্দ প্রেক্ষাগৃহ বুধবার সন্ধ্যায় বাংলাদেশের শিল্পীদের উপস্থাপনায় মোহিত। গোটা প্রেক্ষাগৃহ জুড়ে তৈরি হলো এক অসীমান্তিক আবেদন।
ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, বেঙ্গল ফাউন্ডেশন এবং কিরাতের যৌথ প্রচেষ্টায় মঙ্গলবার থেকে শুরু হয় তিন দিনব্যাপী ১৫২তম রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠান। বুধবার ছিল তার দ্বিতীয় দিন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষামন্ত্রী অনিল সরকার, বিজ্ঞানমন্ত্রী জয় গোবিন্দ দেবরায়, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অরুণোদয় সাহা, বিধায়ক পবিত্র কর প্রমুখ।
ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। জার মধ্যে বুলবুল ইসলামের সঙ্গীত সবার মন জয় করে নেয়।
বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, মে ১৭, ২০১২
টিএস/সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর