পাটনা : বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারে কনভয়কে উদ্দেশ্য করে পাথর ছুঁড়ল বিক্ষুব্ধ জনতা। বুধবার সকালে বক্সারের চৌসায় এ ঘটনা ঘটে।
মুখ্যমন্ত্রীর গাড়ির কাঁচ ভাঙলেও তার কোনও আঘাত লাগেনি বলেই জানা গেছে৷ যদিও, তার কনভয়ের ৬টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি বলে জানা গেছে।
এ ঘটনা সম্পর্কে বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা লালু প্রসাদ যাদব বলেছেন, নীতিশ সরকার সর্বক্ষেত্রেই ব্যর্থ। তাই মানুষ সরকারের ওপর অত্যন্ত ক্ষুব্ধ। সমগ্র বিহারেই রাজ্য সরকারের প্রতি অসন্তোষ বাড়ছে।
তবে তিনি এধরনের হামলা চালানো ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন। লালুপ্রসাদ বলেছেন, শান্তিপূর্ণভাবেই সরকারের বিরোধিতা করা উচিত। প্রতিশ্রুতি দিয়েও তা রুপায়ণ না করে মানুষকে বোকা বানানোর জন্য নীতিশের ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে রাজ্যে বিদ্যুৎ সঙ্কটের জন্য কেন্দ্র সরকারকে দায়ী করেছেন বিজেপি সাংসদ কীর্তি আজাদ।
তিনি বলেছেন, ‘রাজ্যে কোল লিঙ্কেজ পাওয়া যাচ্ছে না, কিন্তু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি হচ্ছে৷ কেন্দ্রের কাছ থেকেও প্রয়োজনীয় বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মে ২৩, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর