নয়াদিল্লি: ভারতে ফের বাড়লো পেট্রলের দাম। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে লিটারপিছু ৭ রুপি ৫০ পয়সা বাড়লো এবার।
ডলারের সাপেক্ষে রুপির দামের রেকর্ড পতনের ফলে এই মূল্যবৃদ্ধি বলে মনে করা হচ্ছে।
টাকার দাম পড়ে যাওয়ায় জ্বালানী তেল কোম্পানিগুলির বিপুল লোকসান হচ্ছে বলে মঙ্গলবারই জানিয়েছিলেন পেট্রলিয়াম মন্ত্রী জয়পাল রেড্ডি। এর পর দামবৃদ্ধি ছিল অপেক্ষামাত্র।
সেই বক্তব্যর পর ২৪ ঘণ্টা কাটতে না-কাটতেই দামবৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করল তেল কোম্পানিগুলি।
মূল্যবৃদ্ধির ফলে কলকাতায় পেট্রলের দাম ৭০.০৩ টাকা প্রতি লিটার থেকে বেড়ে হবে ৭৭.৫৩ টাকা, দিল্লিতে ৬৯.৫৫ টাকা থেকে বেড়ে হবে ৭৭.০৫ টাকা, মুম্বাইতে ৭০.৬৬ টাকা থেকে বেড় হবে ৭৮.১৬ টাকা, চেন্নাইতে ৬৫.৬৪ টাকা থেকে বেড়ে হবে ৭৩.১৪ টাকা।
মঙ্গলবারই ইউপিএ টু সরকারের তৃতীয় বর্ষপূর্তির রিপোর্টকার্ড পেশ করতে গিয়ে মূল্যবৃদ্ধি নিয়ে বেশ অস্বস্তিতে পড়তে হয়েছে প্রধানমন্ত্রী মহমোহন সিংকে।
মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে এই সরকার ব্যর্থ বলে কড়া সমালোচনা করেছে বাম, বিজেপি-সহ বিরোধীরা। বুধবার সেই অস্বস্তি আরও বাড়িয়ে পেট্রলের নজিরবিহীন মূল্যবৃদ্ধি ঘোষণা করল জ্বালানী তেল কোম্পানিগুলি।
আগে পেট্রলের দাম বিনিয়ন্ত্রণ করেছিল ইউপিএ সরকার। এরপর থেকে পেট্রলের দামের সম্পুর্ণ নিয়ন্ত্রণ চলে গিয়েছে কোম্পানিগুলির হাতে।
পেট্রলের মূল্যবৃদ্ধির কথা ঘোষণার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সিপিআইএম-সহ বাম দলগুলি। সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা।
বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। পেট্রলের মূল্যবৃদ্ধিকে অন্যায় ও একতরফা বলে উল্লেখ করলেও, এই মুহূর্তে ইউপিএ ছাড়ছেন না বলেও স্পষ্ট করেছেন তিনি।
পেট্রলের এই রকম অস্বাভাবিক মূল্যবৃদ্ধির নজির সাম্প্রতিক অতীতে নেই। এর ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দর আরও বাড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।
বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, মে ২৪, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর