ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতাকে বাংলাদেশই মনে করলেন মার্তিনেস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
কলকাতাকে বাংলাদেশই মনে করলেন মার্তিনেস

কলকাতা: ঢাকা সফরের পর কলকাতায় এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম স্থপতি এমিলিয়ানো মার্তিনেস।   সোমবার (৩ জুন) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে কলকাতায় পৌঁছান তিনি।

  এ সময় বিমানবন্দরের বাইরে তাকে দেখার জন্য অপেক্ষায় ছিলেন অসংখ্য ভক্ত-অনুরাগী।

বিমানবন্দর থেকে সরাসরি নির্ধারিত হোটেলে চলে যান মার্তিনেস।   আগামীকাল মঙ্গলবার (৪ জুলাই) কর্মব্যস্ত সময় পার করবেন কলকাতায়।

শিল্পপতি ও স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্তের দাওয়াতে কলকাতা এসেছেন মার্তিনেস।   তার আগমন সম্পর্কে শতদ্রু বলেন, মার্তিনেস জানেন ভারতীয় উপমহাদেশে আর্জেন্টিনার প্রচুর ফ্যান ফলোয়ার রয়েছে।   তার আগে ধারণা ছিল কলকাতা মানেই বাংলাদেশ।   তাকে পরে জানানো হয়েছে- দুই অঞ্চলের ভাষা এক হলেও বাংলাদেশ সম্পূর্ণ একটি রাষ্ট্র; আর কলকাতা ভারতের একটি প্রদেশের রাজধানী।   দুই বাঙালি অঞ্চলে অসংখ্য ফুটবলপ্রেমি আছে যারা আর্জেন্টিনা ও ব্রাজিলের ভক্ত।

বিমানবন্দর থেকে যাওয়ার পথে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্তিনেস।   বলেন, ভারতে এসে দারুণ লাগছে।   অনেকদিনের স্বপ্ন ছিল ভারতে আসার।   এদেশের অনেক কথা শুনেছি।   গোটা শহরটা ঘুরে দেখার অপেক্ষায় আছি।   দুই দিনের সফরে কলকাতায় একের পর এক ইভেন্টে অংশ নেবেন।   ভারতের শতাব্দী প্রাচীন দুই ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গল-মোহনবাগান কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তার। স্কুল শিক্ষার্থীদের সঙ্গে সন্তোষ মিত্র স্কয়ারেও যাবেন তিনি।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে মার্তিনেস যাবেন মোহনবাগান ক্লাবে।   সেখানে তার হাতে তুলে দেওয়া হবে সোনার রত্ন সম্মাননা। পরে সোবার্স, পেলে, মারাদোনা নামাঙ্কিত গেটের সূচনা করবেন তিনি। মোহনবাগান মাঠেও নামবেন তিনি, চারদিক ঘুরবেন; গ্যালারিতে ভক্তদের উদ্দেশ্যে বল ছুড়ে দেবেন।

এরপর একটি প্রদর্শনী ম্যাচে মোহনবাগানের জার্সি পরে গোলরক্ষকের ভূমিকায় দেখা যাবে তাকে। ম্যাচটি খেলবে সাবেক মোহনবাগান অলস্টার্স ও কলকাতা পুলিশ অলস্টার্স।   ম্যাচে মোহনবাগানের জার্সি গায়ে মাঠে নামবেন কিংবদন্তী সাবেক ফুটবলাররা।

এর আগে দুপুরে সায়েন্স সিটি সংলগ্ন মিলনমেলা প্রাঙ্গণে যাওয়ার কথা রয়েছে আর্জেন্টাইন গোলরক্ষকের। অংশ নেবেন ‘তাহাদের কথা’ শীর্ষক আলোচনা চক্রে। সেখানে থাকবেও ইস্টবেঙ্গলের কর্মকর্তারা।   তারা এ বিশ্বকাপ জয়ীকে সম্মাননা দেবেন।

আগামী বুধবারও (৫ জুলাই) মার্তিনেসের নানা ব্যস্ততার মধ্য দিয়ে যাবেন মার্তিনেস। এদিন সকালে সন্তোষ মিত্র স্কয়ারে যাওয়ার পর অংশ নেবেন রাজ্যের মন্ত্রী সুজিত বসুর অনুষ্ঠানে। সেখান থেকে দাওয়াতে অংশ নিতে যাবেন শতদ্রু দত্তের বাড়িতে।   এর মাঝে ভারতীয় কিংবদন্তী বাঙালি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করবেন এমিলিয়ানো মার্তিনেস।

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
ভিএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।