ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আইপিএল ঘিরে ব্যাপক জুয়া: ফেভারিট কলকাতা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, মে ২৭, ২০১২
আইপিএল ঘিরে ব্যাপক জুয়া: ফেভারিট কলকাতা

কলকাতা: আইপিএল ফাইনাল৷ রোববার রাতে মুখোমুখি হচ্ছে কলকাতা-চেন্নাই৷ ক্রিকেট জ্বরে আক্রান্ত কলকাতা৷ আর তার সুযোগে চলছে ব্যাপক জুয়া৷ জুয়াড়িদের দরে কোথাও এগিয়ে কলকাতা, কোথাও চেন্নাই৷

আইপিএলকে কেন্দ্র করে এবারও জুয়াড়িদের রমরমা চলছে ভারত জুড়ে৷ বাইরে থেকে নিয়ন্ত্রিত হলেও কলকাতার কয়েকটি জায়গাতেও গোপনে চলছে এই ক্রিকেট জুয়া চক্র৷

আইপিএল চলাকালীন সম্প্রতি ক্রিকেট জুয়া খেলার অভিযোগে হাওড়া, বেলুড়, এন্টালিসহ বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয় জুয়াবাজীর অভিযোগে৷ তাতে অবশ্য জুয়াচক্রের রমরমা কমেনি৷

আইপিএল ফাইনাল ঘিরেও যথেষ্ট সক্রিয় এই চক্র৷ আইপিএল ফাইনালে কলকাতার জুয়ার বাজারে এগিয়ে রয়েছে চেন্নাই৷

বিশেষ সূত্রের খবর, কলকাতায় স্থানীয়ভাবে যে সব জুয়াচক্র চলছে, সেই বাজারে চেন্নাইয়ের পক্ষে ১ রুপি লাগিয়ে চেন্নাই জিতলে পাওয়া যাবে ১ রুপি ৮০ পয়সা। কলকাতার পক্ষে ১ রুপি লাগিয়ে কলকাতা  জিতলে পাওয়া যাবে ২ রুপি ২০ পয়সা।



মুম্বই থেকে যে জুয়াচক্র নিয়ন্ত্রত হয়, সেখানে অবশ্য দর অন্য ৷সূত্রে খবর, জুয়াড়িদের দরে এগিয়ে কলকাতা ৷

চেন্নাইয়ের পক্ষে ১ রুপি লাগালে এবং চেন্নাই জিতলে পাওয়া যাবে ২ রুপি ৫০ পয়সা। কলকাতার পক্ষে ১ রুপি লাগিয়ে কলকাতা জিতলে পাওয়া যাবে ১ রুপি ৬০ পয়সা।

সূত্রের খবর, শহরের ধর্মতলা, চাঁদনি ও বাইপাসের বেশ কয়েকটি পানশালা থেকেও চলে ক্রিকেট জুয়া ৷মূলত বড়বাজার এলাকা থেকেই রাজ্যের ক্রিকেট জুয়াচক্র নিয়ন্ত্রিত হয়৷

জানা যাচ্ছে , ২০১১-র বিশ্বকাপের থেকেও এ বারের আইপিএলকে ঘিরে জুয়ার বাজারে বেশি টাকা খাটছে৷ সংখ্যাটা নাকি ছাপিয়ে গিয়েছে হাজার কোটি৷

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মে ২৭, ২০১২
আরডি/ সম্পাদনা : আহসান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।