কলকাতা: পশ্চিমবঙ্গে ফল প্রকাশিত হল মাধ্যমিকের। মঙ্গলবার কলকাতার সল্টলেকের ডিরোজিও ভবনে সকাল ৯টা ১৫ মিনিটে মাধ্যমিকের পর্ষদ সভাপতি চৈতালি দত্ত এ ফল ঘোষণা করেন।
১১ জনের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে প্রথম হয়েছে চন্দননগর শ্রী অরবিন্দ বিদ্যামন্দিরের সুহার্ত মল্লিক(৬৭৬)। দ্বিতীয় হয়েছে দুজন। এরা হচ্ছে- জামালপুর হাইস্কুলের সুপ্রভ (৬৭৫) ও আসানসোল রামকৃষ্ণ মিশন হাইস্কুলের শৌর্য রায়।
এবার পাশের হার ৮১.৬ শতাংশ।
সবচেয়ে ভালো ফল করেছে পূর্ব মেদিনীপুর। এবছর মোট পরীক্ষা দিয়েছে ১০ লাখের ওপরে ছাত্র-ছাত্রী।
৩য় হয়েছে জলপাইগুড়ি জেলা হাইস্কুলের অর্পন ঘোষ। ৪র্থ হয়েছে পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র প্রীতম সেন। আর মেয়েদের মধ্যে প্রথম হয়েছে বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুলের অনন্যা মণ্ডল(৬৭০)।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মে ২৯, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর