ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

গঙ্গাসাগরে বিভিন্ন প্রকল্পের সূচনা করলেন মমতা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জুন ১, ২০১২

কলকাতা: দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রান্তসীমায় হিন্দু তীর্থস্থান গঙ্গাসাগরে শুক্রবার পর্যটন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, মুড়িগঙ্গায় সাইক্লোন শেল্টারের শিলান্যাস সহ একগুচ্ছ প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি।

গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয়মন্ত্রী চৌধুরী মোহন জাটুয়া, কলকাতা পৌরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক নারায়ণ সরুপ নিগম, জেলা সভাধিপতি শামিমা শেখ প্রমুখ।



এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী তপশিলি জাতি ও তপশিলি উপজাতির ছাত্র ছাত্রীদের জন্য আবাসিক গৃহ সংস্কারের চেক বিতরণ, সাইকেল বিতরণ, কিষাণ ক্রেডিট কার্ড বিতরণ, নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পের আওতায় পাট্টা বিতরণ করেন।

এদিনের অনুষ্ঠানে তিনি বলেন, ‘দক্ষিণ ২৪ পরগনায় বিশ্ববিদ্যালয় এবং মেডিক্যাল কলেজ হবে৷ সাগরের সঙ্গে রেল যোগাযোগের পাশাপাশি তৈরি হবে গভীর সমুদ্রবন্দর। ১০ একর জমিতে তৈরি করা হবে সাগরতীর্থ। ’

তিনি আরো বলেন, ‘সাগরকে আরও ভালো করে সাজিয়ে তোলা হবে যাতে এই পূণ্যতীর্থে আসা মানুষের কোনো অসুবিধা না হয়। এছাড়া ১৫টি আয়লা শেল্টার তৈরি করা হবে। ’

এদিকে অনুষ্ঠানের আগে এদিনই কপিলমুনির আশ্রম-এর পুননির্মাণ ও সংস্কার প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরে পৌঁছান। এদিন সকালে স্থানীয় প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জুন ০১, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।