ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে ৬ পৌরসভার নির্বাচন রোববার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জুন ২, ২০১২

কলকাতা: রাত পোহালেই রোববার রাজ্যের ৬ পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ।

হলদিয়া, দূর্গাপুর, পাঁশকুড়া, নলহাটি, ধুপগুড়ি ও কুপার্স ক্যাম্প এ ৬টি পৌরসভার মোট ১২৯টি ওয়ার্ডের ৭৩২টি বুথে সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে।



এই ভোটে ৫ লাখ ৯০ হাজার ৫২ জন ভোটার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন।

এরমধ্যেই ভোটকর্মী ও নিরাপত্তারক্ষীরা দায়িত্বপ্রাপ্ত বুথ গুলিতে পৌঁছে গেছেন। ভোটগ্রহণকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ৬ পৌরসভায় ভোটে থাকছেন মোট ৯ পর্যবেক্ষক৷ প্রতিটি বুথে ২ জন করে সশস্ত্র পুলিশকর্মী মোতায়েন থাকবে। স্পর্শকাতর বুথগুলিতে ভোট চলাকালীন ভিডিওগ্রাফির ব্যবস্থাও থাকছে।

উল্লেখ্য, পৌরসভাগুলির মধ্যে হলদিয়া, দূর্গাপুর ও ধুপগুড়িতে ক্ষমতায় আছে বামেরা। অন্যদিকে নলহাটি ও কুপার্স ক্যাম্প কংগ্রেসের দখলে এবং পাঁশকুড়ায় ক্ষমতা আছে তৃণমূল ।

গত লোকসভা ও বিধানসভার নির্বাচনে যৌথভাবে লড়াই করলেও পৌরসভার নির্বাচনে তৃণমূল ও কংগ্রেস আলাদা আলাদা লড়াই করায় সবক্ষেত্রেই ত্রিমুখি লড়াই হবে বলে রাজনৈতিক মহলের ধারণা।

বাংলাদেশ সময়: ১৬৫র ঘণ্টা, জুন ০২, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর,/ সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।