নয়াদিল্লি: ভারতের স্বর্ণের দাম রের্কড পরিমাণ বাড়লো। শনিবার এক ভরি সোনার দাম সর্বকালের রেকর্ড গড়ে ৩০ হাজার রুপি ছাপিয়ে গিয়েছে৷
সব চেয়ে বেশি দাম বেড়েছে চেন্নাইয়ে।
মুম্বাইয়ে দাম বেড়েছে ৮৯৫ রুপি৷ সেখানে ১০ গ্রাম স্বর্ণের দাম হয়েছে ৩০ হাজার ৩০ রুপি।
ভারতে বিয়ের মৌসুমের মধ্যেই স্বর্ণের দাম আগুন হয়ে ওঠায় দুশ্চিন্তায় মধ্যবিত্তরা ৷ বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি স্বর্ণ্ আমদানি করে ভারত৷ শেষ আর্থিক বছরে ৯৬৯ টন আমদানি হয়েছে৷ রুপির দাম কমায় এখন স্বর্ণ আমদানির খরচও বেড়েছে৷
এর পাশাপাশি বিশ্ববাজারেও স্বর্ণের দাম বাড়ার জেরেই ভারতে স্বর্ণের দাম বাড়ছে বলে বিশেষজ্ঞদের মত৷
বাংলাদেশ সময় : ২৩২৫ ঘণ্টা, মে ০২, ২০১২
আরডি/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর