কলকাতা: রাজ্যে ৬টি পৌরসভার নির্বাচনে বিক্ষিপ্ত সংর্ঘষ, ক্যাম্প ভাঙচুর, ভোটরদের প্রভাবিত করার অভিযোগ নিয়ে ভোট চলছে।
এদিন ভোটগ্রহণ শুরু হতেই দুর্গাপুরে বেশ কয়েকটি বিক্ষিপ্ত উত্তেজনার খবর পাওয়া গেছে।
অফিসের চেয়ার-টেবিল ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করে সিপিএম সমর্থকরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পরিস্থিতি সামলায় দিতে নিউ টাউনশিপ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে।
আবার দুর্গাপুরের ২১ নম্বর ওয়ার্ডের ৪ ও ৫ নম্বর বুথে সিপিএমের পোলিং এজেন্টকে বসতে না দেওয়া ও মারধরের অভিযোগ সেই তৃণমূলের দিকেই উঠেছে। সেখানেও পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। তবে বাকি বুথগুলিতে ভোটপর্ব শান্তিপূর্ণভাবেই চলছে। সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৩৭ শতাংশ।
রাণাঘাটের কুপার্স ক্যাম্পের পুরসভার মোট ১২টি ওয়ার্ডে ১৬টি বুথে চলছে ভোটগ্রহণ। গরম এড়াতে প্রতিটি বুথেই সকাল থেকে ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে। নির্বাচন ঘিরে রাখা হয়েছে কঠোর নিরাপত্তা। সকাল এগারোটা পর্যন্ত ভোট পড়েছে ৪৮ শতাংশ। এখানে ভোটারদের ভোট না দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে কংগ্রেস।
জলপাইগুড়ির ধূপগুড়িতে ১৬টি ওয়ার্ডের ৩৭টি বুথে ভোটগ্রহণ চলছে। ২৭টি বুথকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছ। মোতায়েন করা হয়েছে র্যা ফ ও কমব্যাট ফোর্স। রাখা হয়েছে একজন পর্যবেক্ষককে। সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৪৪ শতাংশ।
পাঁশকুড়া পৌরভোটে সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। মোট ১৭টি ওয়ার্ডের ৪৩টি বুথে চলছে ভোট। সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৪৫ শতাংশ। প্রতিটি বুথকেই স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। এখানেও ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠেছে।
অন্যদিকে বীরভূমের নলহাটি পৌরভোটে ১৫টি ওয়ার্ডের ৩০টি বুখে চলছে ভোটগ্রহণ। সকাল ১১টা পর্যন্ত বোট পড়েছে ৪৪.৬৮ শতাংশ। সকাল থেকেই গরমকে উপেক্ষা করে ভোটারদের লম্বা লাইন ছিল চোখে পড়ার মত। এখানেও প্রতিটি বুথকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। এছাড়া অতি স্পর্শকাতর হিসাবে ১৫টি বুথকে চিহ্নিত করা হয়েছে।
পৌর ভোটকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় তৃণমূল ও সিপিএমের সংঘর্ষ বাধে। হলদিয়া পৌরসভার ১৮ নং ওয়ার্ডের রামগোপাল চক প্রাথমিক বিদ্যালয়ে তৃণমূল ও সিপিএম সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
দু’পক্ষের সমর্থকদের মধ্যে বচসা, হাতাহাতি শুরু হয়ে যায়। সিপিএমের অভিযোগ, তৃণমূল সমর্থকরা বাইরে থেকে লোকজন নিয়ে এসে মারধর করেন।
অন্যদিকে, তৃণমূলের অভিযোগ, সিপিএম সমর্থকরাই তাদের লোকজনকে মারধর করে। দু’পক্ষের সংঘর্ষের বেশ কয়েকজন সমর্থক আহত হয়েছে বলে শোনা যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকেও ব্যাপক লাঠি চালাতে হয়।
হলদিয়া পুরসভার ২৬টি ওয়ার্ডে ১৪৮টি বুথে ভোটগ্রহণ চলছে। সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৪২ শতাংশ। প্রতিটি বুথেই গরম উপেক্ষা করে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়েছে। তবে হলদিয়ার প্রতিটি বুথকে স্পর্শকাতার এলাকা বলে চিহ্নিত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জুন ০৩, ২০১২
আরডি/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর