ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

লামডিং-আগরতলা রেল যোগাযোগ বন্ধ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৬, জুন ৪, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  রেল পথে বিচ্ছিন্ন ত্রিপুরা, মিজোরাম এবং আসামের কাছাড় জেলা। আসামের ভেতর রেললাইনের উপর পাহাড় ধ্বসে পড়ে বন্ধ হয়ে গেছে লামডিং-আগরতলা রেল যোগাযোগ।

সমস্যায় পড়েছেন যাত্রীরা।

রোববার রাতে আসামের হারাঙজাও ও মাইলংদিসা স্টেশনের মাঝামাঝি স্থানে রেল লাইনে বিরাট একটি অংশ ধ্বসে পড়ে। এরপরই পাহাড় লাইনে সমস্ত রেল চলাচল বন্ধ হয়ে যায়।  

রেল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। এলাকাটি বদরপুর থেকে ১৩০ কিলোমিটার দূরে।

রেল কর্মীরা জানিয়েছেন ধ্বস সরাতে বেশ কিছু দিন সময় লাগবে। ফলে কবে নাগাদ সঠিকভাবে রেল চলাচল শুরু হবে এই লাইনে তা এখন কেউ নিশ্চিত করে কিছু বলতে পারছে না।

আগরতলা থেকে কোনো ট্রেন লামডিং’ এর পর যাচ্ছে না। লামডিং হয়েই পৌঁছাতে হয় গুয়াহাটি। সেখান থেকে যাওয়া যায় দেশের অন্য প্রান্তে। ফলে বলা চলে ত্রিপুরা কাছাড় এবং মিজোরাম রেল যোগাযোগে এখন দেশের অন্য প্রান্ত থেকে বিচ্ছিন্ন।

এ পথেই এই অঞ্চলের জন্য পণ্য সামগ্রী আনা হয়। রেল সংযোগ বিচ্ছিন্ন হওয়াতে ত্রিপুরা মিজোরাম এবং আসামের কাছাড় অঞ্চলে পণ্যের সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, জুন ০৪, ২০১২
তন্ময় চক্রবর্তী/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।