আগরতলা (ত্রিপুরা): পাহাড় ধসে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ত্রিপুরা, কাছাড় ও মিজোরামের রেল যোগাযোগ। এতে ভীষণ সমস্যায় পড়েছেন যাত্রীরা।
রোববার রাতে আসামের হারাঙজাও ও মাইলংদিসা স্টেশনের মাঝে রেল লাইনের বিরাট একটি অংশ জুড়ে এ ধস পড়ে। এরপরই পাহাড় লাইনে বন্ধ হয়ে যায় রেল চলাচল।
এরই মধ্যে রেল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন । এলাকাটি বদরপুর থেকে ১৩০ কিলোমিটার দূরে।
রেল কর্মীরা জানিয়েছেন, ধস সরাতে বেশ কিছু দিন সময় লাগবে। ফলে কবে নাগাদ ঠিকভাবে রেল চলাচল শুরু হবে তা এখনই কেউ নিশ্চিত করে বলতে পারছে না।
আগরতলা থেকে কোন ট্রেন লামডিঙ্গ’ এর পর যাচ্ছে না। লামডিঙ্গ হয়েই পৌছুতে হয় গুয়াহাটি। সেখান থেকে যাওয়া যায় দেশের অন্য প্রান্তে। ফলে বলা চলে- ত্রিপুরা, কাছাড় এবং মিজোরাম রেল যোগাযোগে এখন দেশের অন্য প্রান্ত থেকে বিচ্ছিন্ন।
এ পথেই এ অঞ্চলের জন্য পণ্য সামগ্রী আনা হয়। রেল সংযোগ বিচ্ছিন্ন হওয়াতে ত্রিপুরা, মিজোরাম এবং আসামের কাছাড় অঞ্চলে পণ্য পরিবহনে সমস্যা হতে পারে বলেও মনে করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, জুন ৪, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর