কলকাতা: ব্যাপক বৃষ্টিপাতের কারণে ফের ভূমি ধস নামল ভারতের উত্তর-পূর্বের হিমালয় বেষ্টিত রাজ্য সিকিমে। রোববার বিকেল থেকে টানা বৃষ্টির ফলে রাজ্যটির উত্তর অংশে লাচুং, ইয়ুংথাম ও চুংথাংমের বিভিন্ন সড়কে ধস নামে।
রাজ্য প্রশাসন থেকে জানানো হয়েছে, রাজধানী গ্যাংটক থেকে লাচুং যাওয়ার পথে আটকে পড়েছেন প্রায় কয়েক হাজার পর্যটক। আটকে পড়া পর্যটকদের উদ্ধার করে স্থানীয় হোটেলগুলিতে রাখা হয়েছে। আপাতত নিরাপদেই রয়েছেন তারা।
এদিকে, অতিবৃষ্টির ফলে ধস নামায় ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন। ধস সরানোর কাজ শুরু হয়েছে। খুব দ্রুতই সড়ক পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুন ০৪, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর