ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

হলদিয়া পৌরবোর্ডের চেয়ারম্যানের গাড়ি ভাঙচুর

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২২, জুন ৫, ২০১২

কলকাতা: হলদিয়ায় পৌরসভার ভোটগণনাকে কেন্দ্র করে মঙ্গলবার সিপিএম- তৃণমূল কর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

এদিন সকালে সিপিএম কর্মী-সমর্থক ও আত্মীয়দের নিয়ে দু’টি গাড়িতে প্রশাসনিক কিছু কাজ সারতে ১৩ নম্বর ওয়ার্ডের জয়ী প্রার্থী ও সিপিএমের চেয়ারম্যান পদপ্রার্থী তমালিকা পণ্ডা শেঠ  গণনাকেন্দ্রে উপস্থিত হয়েছিলেন।



এই সময় তার গাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জও করতে হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, তৃণমূলের কর্মী-সমর্থকরা সকাল থেকেই গণনাকেন্দ্রের সামনে হাজির ছিলেন। একটি কালো ও আর একটি লাল রঙের গাড়ি নিয়ে সিপিএমের ওই জয়ী প্রার্থীকে ঢুকতে দেখে তারা প্রথমে বাধা দেন।

কেন তিনি দুটি গাড়ি নিয়ে ঢুকেছেন,এই প্রশ্ন তুলে ক্ষুব্ধ তৃণমূল সমর্থকরা গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তার পর তাদের ঢিলের আঘাতে ভেঙে যায় তমালিকা দেবীদের কালো গাড়ির পেছনের কাচ।

তখন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে উত্তেজিত কর্মীরা তাদের ওপর চড়াও হয়। ফলে লাঠি চালাতে হয় পুলিশকে। বেশ কিছুক্ষণ ধরে পুলিশের সঙ্গে তৃণমূল কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলে।   পরে তৃণমূল কর্মীদের সরিয়েও দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জুন ০৫, ২০১২
আরডি/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।