ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় এলেন ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৮, জুন ৫, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  মঙ্গলবার দুপুরে রাজ্যে এলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ।

এদিন দুপুরে আখাঊড়া চেক পোস্ট দিয়ে তিনি রাজ্যে এসে ঢোকেন।

আগামী ৩ দিন পঙ্কজ শরণ থাকবেন রাজ্যে। ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন তিনি।

এদিন দুপুরেই আখাঊড়া চেকপোস্টে বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন পঙ্কজ শরণ।

সন্ধ্যায় মহাকরণে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে বৈঠক করবেন তিনি। পরে কথা বলবেন রাজ্যের শিল্পমন্ত্রী জিতেন্দ্র চৌধুরীর সঙ্গেও।

যদিও এদিন পঙ্কজ শরণের সঙ্গে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার তারিক এ করিমেরও রাজ্যে আসার কথা ছিল। কিন্তু তিনি আসেননি।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুন ০৫, ২০১২
তন্ময় চক্রবর্তী
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।