কলকাতা: জালিয়াতির অভিযোগে রোববার গ্রেফতার করা হল রাজ্যসভার সিপিএমের সাবেক সাংসদ সরলা মাহেশ্বরীর স্বামী অরুন মাহেশ্বরী ও জামাই অমিতাভ কেজেরিওয়ালকে।
এদিন ভোরে বিধাননগর পুলিশ কমিশনারেট তাদের গ্রেফতার করে।
বেশ কিছুদিন আগেই সরলা মাহেশ্বরীর স্বামী ও জামাইয়ের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ওঠে। বেনামে জমি কেনা, জালিয়াতি, জাল প্যানকার্ড ও ভোটার কার্ড তৈরি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে অশ্লীল সিডি বানানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
এ সব বিষয়েই তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হচ্ছে বলে জানা গেছে। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাদের পুলিশি হেফাজতে দেওয়ার জন্যই আবেদন জানানো হবে বলে মনে করা হচ্ছে।
এর আগে আয়কর দফতর সরলা মাহেশ্বরীর বাড়িতে তল্লাশি চালায়। সেবারও অরুন মাহেশ্বরীকে জিজ্ঞাসাবাদ করা হয়।
বাংলাদেশ সময় : ১৭১৭ ঘণ্টা, জুন ১০, ২০১২
আরডি/ সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com