ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৯, জুন ১১, ২০১২

কলকাতা: মধ্য কলকাতার হেস্টিংসের কাছে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। রোববার রাত সাড়ে ১১ টায় এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ জন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন রাতে একটি প্রাইভেট গাড়ি গাছে ধাক্কা মারলে একজন আইএএসসহ ৩ জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় দুজনকে আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়।

গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরেছে, না ড্রাইভার মদ্যপ অবস্থায় ছিল তা তদন্ত করে দেখছে পুলিশ। লাশগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুন ১১, ২০১২
আরডি/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।