ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হলেন ভিএস সাম্পাথ

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৪, জুন ১১, ২০১২

নয়াদিল্লি: ভারতের নতুন নির্বাচন কমিশনার পদে সোমবার যোগ দিলেন ভিরাভল্লি সুন্দরম সাম্পাথ।

তিনি এস ওয়াই কুরেশির স্থলাভিষিক্ত হলেন।

নির্বাচন কমিশনের প্রধান কুরেশি এ পদে ৬ বছর নিযুক্ত ছিলেন। এদিন দিল্লিতে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাম্পাথ তার কার্যভার গ্রহণ করেন। ১৮তম মুখ্য নির্বাচন কমিশনার হলেন সাম্পাথ।

সাম্পাথ অন্ধ্রপ্রদেশ, দিল্লির সচিব পর্যায়ে কাজ করেছেন। ২০০৯ সাল থেকে তিনি দিল্লিতে বিদ্যুৎ দফতরের সচিব ছিলেন।

১৯৫০ সালের ১৬ জানুয়ারি তার জন্ম। ২০১৫ সালে তিনি অবসর নেবেন। ভারতের সংবিধানের নিয়ম অনুযায়ী মুখ্য নির্বাচন কমিশনার তার সময়-সীমার ৬ বছর অথবা তার ৬৫ বছর পর্যন্ত ওই পদে থাকতে পারবেন।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, জুন ১১, ২০১২
আরডি/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।