ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৪, জুন ১২, ২০১২

কলকাতা: রণক্ষেত্রের চেহারা নিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় চত্বর। বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা কমানো ও বেআইনিভাবে ভর্তির ফরম বিক্রি করা নিয়ে প্রতিবাদ জানানোর নামে মঙ্গলবার উপাচার্যের অফিস ঘরে ঢুকে রীতিমতো তাণ্ডব চালালো একদল ছাত্র।



তারা উপাচার্যের ঘরে ব্যাপক ভাঙচুর চালায়। বেশ কিছু সময় উপাচার্যকেও ঘেরাও করে রাখা হয়। এক্ষেত্রে অভিযোগের তির তৃণমূল ছাত্র পরিষদের দিকে।

বিশ্ববিদ্যালয়ের কর্মীরা ছাত্রদের এই তাণ্ডব প্রতিবাদ করতে গেলে দুই দলের মধ্যে সংঘর্ষ লাগে। ঘটনায় বেশ কয়েকজন আহত হন। পরে বিপুলসংখ্যক পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে পুলিশের কাছে জামিন অযোগ্য ধারায় লিখিত অভিযোগ করা হয়। তারই ভিত্তিতে চারজন ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় চত্বরে উত্তেজনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জুন ১২, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।