কলকাতা: প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকা সমবায় ব্যাংক খোলার দাবিতে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়ের বাড়ির সামনে মঙ্গলবার বিক্ষোভ করলো ব্যাংকের কর্মী ও গ্রাহকরা।
অভিযোগ, বিধানসভা ভোটের আগে ব্যাংক খোলার আশ্বাস দেওয়া হলেও পরে অরূপ রায়ের তরফে কোনও রকম উদ্যোগই নেওয়া হয়নি।
২০১০ সাল থেকে বন্ধ রয়েছে হাওড়ার রামকৃষ্ণপুর কোঅপারেটিভ ব্যাংক। ব্যাংকের ডিরেক্টরদের বিরুদ্ধে ৮০ কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল।
বিধানসভা ভোটের আগে ব্যাংকটি খোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন অরূপ রায়। কিন্তু নতুন সরকার ক্ষমতায় আসার পর অরূপবাবু এ বিষয়ে কোনও উদ্যোগ নেননি বলে অভিযোগ ব্যাংকের গ্রাহক থেকে কর্মী সকলেরই।
তবে ইতিমধ্যে ব্যাংকটিকে দেউলিয়া ঘোষণা করে লিকুইডেশনে পাঠিয়েছেন আদালত। নিয়োগ করা হয়েছে লিকুইডেটরও।
বিধানসভা নির্বাচনের আগে ব্যাংক খোলার প্রতিশ্রুতি দিলেও, মঙ্গলবার উল্টো কথাই বললেন মন্ত্রী। হাইকোর্টের নির্দেশের পর তার পক্ষে কার্যত আর কিছুই করা সম্ভব নয় বলেও জানিয়ে দেন তিনি।
এছাড়া অভিযোগ নিয়ে ব্যাংকের কর্মী ও গ্রাহকদের থানায় যাওয়ার পরামর্শ দেন অরূপ রায়। দুর্নীতির প্রসঙ্গে ব্যাংকের ডিরেক্টর ও আধিকারিকদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়েরেরও পরামর্শ দেন তিনি।
এরপর হাওড়া থানায় ডিরেক্টরদের নামে যৌথভাবে অভিযোগ দায়ের করেন ব্যাংকের কর্মী এবং গ্রাহকরা।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জুন ১২, ২০১২
আরডি/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর