নয়াদিল্লি: ইউপিএ`র চেয়ারপারসন সোনিয়া গান্ধীর ফোন পেয়ে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়নের বিষয়ে আলোচনা করতে দিল্লি এসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
মঙ্গলবার সন্ধ্যা বেলায় দিল্লি এসে সমাজবাদী পার্টির সভাপতি মুলায়ম সিং যাদবের সঙ্গে বৈঠক করলেন তিনি।
বুধবার রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কংগ্রেস সভানেত্রীর সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও রাজ্যের জন্য আর্থিক প্যাকেজ নিয়েও আলোচনা হতে পারে তাদের মধ্যে।
কংগ্রেস সূত্রের খবর, রাষ্ট্রপতি পদের প্রার্থীর নাম কার্যত চূড়ান্ত করে ফেলেছে কংগ্রেস শিবির। শেষ মুহূর্তে বড় কোনও রদবদল না ঘটলে ইউপিএর থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হচ্ছেন অর্থমন্ত্রী প্রণব মুখার্জি। যদিও নাম ঘোষণা আটকে রয়েছে এখনও ইউপিএ`র দ্বিতীয় বৃহত্তম শরিক তৃণমূলের সম্মতি না মেলায়।
প্রণব মুখার্জির নাম নিয়ে কেন তৃণমূলের আপত্তি থাকতে পারে সেই নিয়ে রাজনৈতিক মহলে চলছে জল্পনা।
তৃণমূলের অভিযোগ, শরিকদের সঙ্গে কথা না বলে একতরফাভাবেই নাম চূড়ান্ত করেছে কংগ্রেস।
রাজনৈতিক মহল মনে করছে, তৃণমূল নেত্রীর এই মনোভাবের আঁচ পেয়েই আসরে নেমেছেন সোনিয়া গান্ধী। মঙ্গলবার সকালে ফোনে সোনিয়া গান্ধীর সঙ্গে একদফা কথা বলার পরেই দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী।
বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, জুন ১৩, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর