ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

সুন্দরবনে বাঘিনী উদ্ধার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২১, জুন ১৩, ২০১২

কলকাতা : পশ্চিমবঙ্গ রাজ্য বন দফতরের ফাঁদে ধরা পড়ল একটি বাঘিনী। বুধবার দিবাগত রাতে ভারতের সুন্দরবনের দয়াপুরের কাছে পীরখালির জঙ্গলে ওই বাঘিনীটি ধরা পড়ে।



স্থানীয় সূত্রে খবর, গত দু’দিন ধরে বাঘ গ্রামে হানা দিচ্ছিল। পাঁচখালি নদীর পাসের গ্রামগুলোতে বাঘের পায়ের ছাপের দেখা মেলে। ফলে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়ায়।

পরে বন দফতরে খবর দেওয়া হয়। বন দফতর দয়াপুরের কাছে পীরখালির জঙ্গলে বাঘ ধরার জন্য ফাঁদ পাতে। আর তাতেই ফাঁদে ধরা পড়ে বাঘিনীটি। এর ফলে কিছুটা হলেও স্বস্তি মিলেছে গ্রামগুলোতে।

বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসার পর বাঘিনীকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময় : ১৪১৫ ঘণ্টা, জুন ১৩, ২০১২
আরডি/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।