কলকাতা: ভারতের রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের সঙ্গে সরকারের একমাত্র জোট শরিক কংগ্রেসের বিবাদ এখন তুঙ্গে।
এ ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সরাসরি ‘বিশ্বাসঘাতক’ বলে আক্রমণ করেছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।
শুক্রবার কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসার অনুমতি চেয়ে সোনিয়া গান্ধীকে চিঠি দেবে রাজ্য কংগ্রেস। একই সঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন আরো জোরদার করারও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য কংগ্রেস।
শনিবার প্রদেশ কংগ্রেসের এ সিদ্ধান্তকে কটাক্ষ করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম৷
তিনি বলেন, কেউ সরকার ছেড়ে যেতে চাইলে যেতে পারে। যারা যেতে চান, কেউ তো ধরে রাখেনি৷ কেউ যেতে চাইলে যেতে পারে৷ পেটে খিদে মুখে লাজ৷ কংগ্রেসের যেসব নেতা মন্ত্রী হতে পারেননি, তারাই নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করছেন৷
অন্যদিকে এ আক্রমণের বিরুদ্ধে মুখ খোলেন রাজ্য কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য৷ উত্তর ২৪ পরগনায় একটি অনুষ্ঠানে তিনি বলেন, তৃণমূলের শাসন করার ক্ষমতা নেই। এটা বাংলার মানুষ বুঝতে পেরেছেন।
রাজ্য সরকারের শরিক দুই দলের নেতৃত্বের বাকযুদ্ধে বারবার প্রকাশ্যে চলে এসে এখন জোট ভাঙার প্রায় উপক্রম হয়েছে। শনিবারের ঘটনায় বিষয়টি আরো জটিল হল বলে মনে করছেন কলকাতার রাজনৈতিক মহল৷
বাংলাদেশ সময় : ০২১৫ ঘণ্টা, জুন ১৭, ২০১২
আরডি/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর