শিলিগুড়ি: ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার বাইরে বসবাসকারী ভারতীয়দের পূর্ণ বিবরণ সংগ্রহে নামছে ভারতের সীমান্ত রক্ষীবাহিনী(বিএসএফ)।
কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্তে কাঁটাতারের বেড়ার বাইরের বাসিন্দা প্রতিটি পরিবারের সদস্যদের সচিত্র পরিচয়পত্র(ভোটার কার্ড) এবং জমির দলিলের ফটোকপি বিএসএফের নিকটবর্তী শিবিরে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
বিএসএফ সুত্রে জানা গেছে, বিএসএফের উত্তরবঙ্গের ইন্সপেক্টর জেনারেলের নির্দেশে তারা এই সংক্রান্ত নথিপত্র সংগ্রহের উদ্যোগ নিয়েছেন। এই নথি পাওয়া গেলে কাঁটাতারের বেড়ার ওপারে থাকা প্রতিটি ভারতীয় পরিবারের সব তথ্য তারা জানতে পারবেন। এর ফলে তাদের নজরদারি চালাতে সুবিধা হবে।
সুত্রটি আরো জানিয়েছে, এরইমধ্যে এই আহ্বানের সাড়া দিয়ে বেশ কয়েকটি পরিবার সব তথ্য জানিয়েছে। চ্যাংরাবান্ধা সীমান্তের পর এই কাজ অন্য সীমান্তে শুরু করা হবে। এই কাজ শেষ হলে এলাকায় বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্ত্রাসীদের চিহ্নিত করা সহজ হবে।
বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, জুন ১৮, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর