আগরতলা (ত্রিপুরা) : এক অসাধারন দৃষ্টান্ত স্থাপন করল ত্রিপুরার মেয়ে হেনা। রাজ্যের প্রথম মুসলিম (ধর্মীয় সংখ্যালঘু) মহিলা বিচারক হতে যাচ্ছেন হেনা বেগম।
বিচার বিভাগের এ পদের জন্য গৌহাটি হাইকোর্টের তত্ত্বাবধানে পরীক্ষা নেয়া হয়েছিল। সে পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হন হেনা বেগম।
মোট পাঁচজন এই পরীক্ষায় পাশ করে বিচারক হতে যাচ্ছেন।
পাঁচজনের মধ্যে তিন জনই ত্রিপুরার। আর একজন করে রয়েছেন দিল্লি এবং পশ্চিমবঙ্গের।
রাজ্যের প্রথম মুসলিম মহিলা বিচারক পাবার জন্য আর অল্প সময়ই অপেক্ষা ক্রতে হবে রাজ্যের মানুষকে। ত্রিপুরা ওয়াকফ বোর্ড হেনাকে অভিনন্দন জানিয়েছে।
হেনার এই সাফল্য ধর্মীয় সংখ্যালঘু অংশের অন্য মহিলাদেরও উৎসাহিত করবে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ সময় : ২১৪৫ ঘন্টা, জুন ২১, ২০১২
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com