ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

চাকরির দাবিতে ত্রিপুরায় তপশিলীদের আন্দোলন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, জুন ২৩, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  নতুন করে আন্দোলন শুরু করল তপশিলী উপজাতি ও তপশিলী জাতি জয়েন্ট অ্যাকশন কমিটি। রাজ্য সরকারের সমস্ত দফতরে শূন্য পদ পূরণের দাবিতে তারা গণ অবস্থান সংগঠিত করছে।



সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তপশিলী উপজাতি ও তপশিলী জাতি বেকারদের স্পেশাল ড্রাইভ’র মাধ্যমে সংরক্ষিত শূন্যপদে চাকরি দিতে হবে।

এদিকে রাজ্যের শাসকদল সিপিএমের এক নেতা জানিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রেখে তপশিলী উপজাতি ও তপশিলী জাতিভুক্ত মানুষদের সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা হচ্ছে। যার কারনে বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে এই আন্দোলন।

জয়েন্ট অ্যাকশন কমিটি নেতাদের বক্তব্য সরকার কর্মসংস্থান সৃষ্টির ব্যপারে আন্তরিক। কিন্তু কেন্দ্রের চাপের কারনে তা প্রতিফলিত হচ্ছে না। কিন্তু বেকারদের সামনে এসব ঘটনা না তুলে, তাদের বিভ্রান্ত করা হচ্ছে।

রাজধানীর আস্তাবল ময়দানে শুক্রবার থেকে কমিটি ৩দিনের গণ অবস্থান শুরু করে। এসসি, এসটি, আনএমপ্লয়েড জয়েন্ট অ্যাকশন কমিটি রাজ্য সরকারের বিভিন্ন দফতরে সংরক্ষিত শূন্যপদ পূরণের দাবিসহ মোট ছয় দফা দাবি নিয়ে গণ অবস্থানে বসে।

তিন দিনব্যাপী এই কর্মসূচির পর ২৪ জুন বিকালে শহরে এক ৠালি বের করবে কমিটি। দাবিপূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন সংগঠনের পশ্চিমজেলা সম্পাদক বিপ্লব সরকার।

বাংলাদেশ সময় : ১১১৭ ঘণ্টা, জুন ২৩, ২০১২
তন্ময়/সম্পাদনা : বেনু সূত্রধর, নিউজরুম এডিটর,
সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
Kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।