কলকাতা: পাকিস্তান প্রশ্নে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক এ করিমের করা বক্তব্য সর্মথন করলেন ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবানি।
প্রবীণ এই নেতা ২২ জুন তার ব্লগে ``বাংলাদেশের কূটনীতিক পাকিস্তানের ৭টি ভয়ঙ্কর পাপকে চিহ্নিত করেছেন`` শিরোনামে বলেছেন, ক্ষেপণাস্ত্র, পরমাণু বোমা তৈরিতে ভারতের সঙ্গে টক্কর দিতে গিয়ে পাকিস্তানের আজ দেউলিয়া অবস্থা।
আদবানি জানান, গত ১৬ জুন দিল্লিতে তার বাসভবনে আসেন বাংলাদেশের হাইকমিশনার তারিক এ করিম। তখনই পাকিস্তান প্রসঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের এই অভিমত জানতে পারেন তিনি।
করিম নিজের লেখা একটি ১৯ পাতার পুস্তিকা তাকে উপহার হিসেবে পাঠিয়েছেন বলে ব্লগে উল্লেখ করেছেন আদবানি।
ব্লগে আদবানি লিখেছেন, ``ভারত-বাংলাদেশ-পাকিস্তান সর্ম্পক নিয়ে তার (করিম) সঙ্গে আমার আলোচনা হয়েছে। তাঁকে আমি আমার আত্মজীবনী উপহার দিই। তখন তিনি বলেন, যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেসব বিষয়ে তার নিজের কয়েকটি লেখা তিনি আমায় পাঠাবেন। ``
আদবানি উল্লেখ করেন, ``পরে তিনি আমায় একটি চিঠি ও ৭টি প্রকাশনা পাঠিয়েছেন। সেসবের মধ্যে তাঁর লেখা ১৯ পৃষ্ঠার পুস্তিকাও রয়েছে। এটির নাম `পাকিস্তান: স্টকিং আর্মাগেডন?` তার পাঠানো চিঠিতে করিম লিখেছেন, যখন আমি আপনার (আদবানির) আত্মজীবনী পড়ছিলাম, তখন উপমহাদেশের ইতিহাসের নতুন দিগন্ত খুঁজে পাচ্ছিলাম।
বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, জুন ২৪, ২০১২
সম্পাদনা : আহ্সান কবীর, আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর
jewel_mazhar@yahoo.com